শিবগঞ্জে ছাগল ও ভেড়ার পিপিআর টিকা ক্যাম্প পরিদর্শন

শিবগঞ্জ প্রতিনিধি

 চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় সোমবার সকাল ১০ ঘটিকার সময় শিবগঞ্জ উপজেলার মনাকষা ও দুর্লভপুর ইউনিয়নের "পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ" প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন ডাঃ মোঃ আব্দুল হাই সরকার, পরিচালক, রাজশাহী বিভাগ, রাজশাহী ও ডাঃ মোঃ গোলাম মোস্তফা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জ। এসময় আরও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শাহাদৎ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।

উল্লেখ্য যে, শিবগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নে প্রায় দুই লক্ষ ১২ হাজার ছাগল ভেড়াকে ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।