ইসলামপুরে নিরাপদ অভিবাসন ও পুনরুপাতিকীকরণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার  ইসলামপুর ইউনিয়নে ব্র্যাকের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরুপাতিকরণ শীর্ষক ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার  সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের হলরুমে ইমপ্রুভড সাস্টেনেবল রিএন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন। তিনি বলেন, "ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরতদের সহায়তা করছে। আমাদের দালাল থেকে দূরে থাকতে হবে এবং বিদেশ ফেরতদের ভালো পরামর্শ দেওয়ার ওপর জোর দিতে হবে।"

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটাইডুবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম। তিনি বলেন, "মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে নিরাপদভাবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমাদের সচেতনতা বৃদ্ধি পাবে।"

বিশেষ অতিথি ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলাম বলেন, "ব্র্যাকের কার্যক্রম সম্পর্কে সমাজের সবাই অবগত। তাদের উদ্দেশ্য নিরাপদ অভিবাসন নিশ্চিত করা।"

ইউনিয়ন পরিষদের সদস্যরা নিরাপদ অভিবাসনের গুরুত্ব ও দালালদের প্রতারণা থেকে নিরাপদে থাকার জন্য সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় চাঁপাইনবাবগঞ্জ মাইগ্রেশন অ্যান্ড রিইন্ট্রিগেশন সাপোর্ট সেন্টারের কোঅর্ডিনেটর আশিকুজ্জামান বলেন, বিদেশফেরত অভিবাসী ও দেশেই কিছু করতে ইচ্ছুক কিংবা আবার বিদেশে যেতে চায় এমন ব্যক্তিদের জন্য ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কিভাবে কাজ করছে, তা তুলে ধরেন। কিভাবে ব্র্যাক ডাটাবেজে একজন সুবিধাগ্রহণকারী হিসেবে অন্তর্ভুক্ত হওয়া যায়, কাউন্সেলিং পরিষেবা, কর্মজীবন নিয়ে পরামর্শ, প্রয়োজন অনুযায়ী দক্ষতা প্রশিক্ষণ, ব্র্যাক ও সরকারি সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে কিভাবে ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসীদের সামাজিক পুনরেকত্রীকরণ এবং অর্থনৈতিক পুনরেকত্রীকরণসহ অন্যান্য সেবা দেওয়া হচ্ছে, তা তুলে ধরেন।

আশিকুজ্জামান বলেন যে, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে (ঢাকা, সিলেট ও চট্টগ্রাম) জরুরি সহায়তা, বিদেশে আটকে পড়া ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, দেশে লাশ আনতে সহায়তাসহ নানাবিধ কাজের সাথে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম যুক্ত আছে।

তিনি বিদেশে গমনেচ্ছুক বা বিদেশ-ফেরত অভিবাসীদের যেকোনো প্রয়োজনে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ অফিস অথবা প্রতিনিধির সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।

এতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মাইগ্রেশন অ্যান্ড রিইন্ট্রিগেশন সাপোর্ট সেন্টরের সদর উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার জিন্নাত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, বিদেশ ফেরত অভিবাসী ও স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা।


কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।