ঘরে বসেই ডাক্তারের সিরিয়াল দেওয়া যাবে ডাক্তার সিরিয়াল ডট কম অ্যাপস এর মাধ্যমে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ডাক্তার সিরিয়াল ডট কম ওয়েবসাইটের শুভ উদ্বোধন  করা হয়েছে। 

৯ অক্টোবর বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি হোটেলে এ ওয়েবসাইট এর শুভ উদ্বোধন করা হয়।  ডাক্তার সিরিয়াল ডট কম এর চেয়ারম্যান ইন্জিনিয়ার আতিকুল্লাহ আরিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ২৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালের কনসালট্যান্ট (সার্জারী) ডাঃ মোঃ ইস্ররাফিল ইসলাম,। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থোপেডিক সার্জেরী ডাঃ আব্দুল আল মামুন,নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আহসান হাবিব, প্রসুতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ শাহনাজ  খাতুন ফ্লোরা,যৌন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডাঃ আলমগীর  রেজা,নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীর,সুজন সুশাসনের জন্য নাগরিক এর চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল। অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ডলার,শিক্ষক মোঃ দুরুল হুদা, ক্লিনিক মালিক মেহেদী হাসান প্রমুখ।


  বক্তরা জানান ডিজিটাল যুগে ডাক্তার ডট কম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন তারা। ক্লিনিকে গিয়ে ডাক্তারের সিরিয়ালের ভোগান্তি অনেকাংশেই কমবে। রোগীরা বাসায় বসে অনলাইনের মাধ্যমে খুব সহজেই ডাক্তারের সিরিয়াল দিতে পারবে। ডাক্তারের সকল ধরনের তথ্য পাওয়া যাবে এ ওয়েবসাইট এর মাধ্যমে। ডাক্তার সিরিয়াল ডট কম এর চেয়ারম্যান আতিকুল্লাহ আরিফ বলেন তাঁর সেবার উদ্দেশ্যে নিয়ে এ ওয়েবসাইট টা চালু করা হয়েছে। এ ওয়েবসাইট এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন অতিথিরা।  পরে কেক কেটে ওয়েবসাইট এর শুভ উদ্বোধন করেন অতিথিরা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।