গাবতলীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

বগুড়া গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নে মীরপুর গ্রামে বিলের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২ টায় কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের বাকপ্রতিবন্ধী মামুন মন্ডলের মেয়ে মোকামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী এশা (১১) ও একই গ্রামের আব্দুল্লাহেল কাফী পল্টুর মেয়ে মোকামতলা গোল্ডেন চাইল্ড কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী প্রত্যাশা (১১) বাড়ির পাশে একটি বিলে গোসল করতে পানিতে নামে। তারা সাঁতার না জানার কারণে বিলের গভীরে পানিতে ডুবে মারা যায়।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল, পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।