রসায়নে যৌথভাবে নোবেল পেলেন তিনজন

আন্তর্জাতিক ডেক্স

রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবার যৌথভাবে তিনজনকে পুরস্কার দেয়া হয়েছে। তারা হলেন ডেভিড বেকার, ডেমিস হাসাবিস ও জন এম.জাম্পার। ডেভিড বেকার যুক্তরাষ্ট্রের নাগরিক। ডেমিস হাসাবিস ও জন জাম্পার যুক্তরাজ্যের।

রসায়নে যৌথভাবে তিন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সকাল ১১টা ৪৫ মিনিটে সুইডেনের রাজধানী স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

ঘোষণায় কমিটি জানিয়েছে, ‘কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ ডেভিড বেকারকে পুরষ্কারের অর্ধেক এবং ‘প্রোটিন গঠনের পূর্বাভাসের জন্য’ বাকি অর্ধেক যৌথভাবে ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে দেয়া হবে।

সংস্থাটি আরও বলেছে, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুসঙ্গ প্রোটিনকে প্রাধান্য দিয়ে এ বছর রসায়নে নোবেল দেয়া হয়েছে। নোবেলজয়ী ডেভিড বেকার একেবারে নতুন ধরনের প্রোটিন তৈরি করেছেন।

অপরদিকে ডেমিস হাসাবিস ও জন জাম্পার এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছেন যা দিয়ে ৫০ বছরের পুরানো ‘প্রোটিনের জটিল কাঠামো অনুমান করার’ সমস্যা সমাধান করা সম্ভব হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।