এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুল ৩ দিন রিমান্ডে, কারাগারে সাধন চন্দ্র মজুমদার

নিউজ ডেস্ক

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক মনিরুল ইসলামকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন।

মনিরুল ইসলামকে গতকাল বুধবার রাতে রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলশানে বাহাদুর হোসেনকে (১৭) গুলি করে হত্যার অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর মামলা হয়। সেই মামলায় এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুল ইসলামকে আসামি করা হয়।

ওই মামলায় মনিরুল ইসলামকে আজ আদালতে হাজির করে তাঁকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার কাগজপত্রের তথ্য বলছে, গত ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি সরণির শাহজাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাহাদুর হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাহাদুরের বাবা আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা করেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।