গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

গোমস্তাপুর প্রতিনিধি

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে "আগামী প্রজন্মকে সক্ষম করি- দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" প্রতিপাদ্যকে সঙ্গে নিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

গতকাল রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, গোমস্তাপুর এর ব্যবস্থাপনায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে রহনপুর ফায়ার ও সিভিল স্টেশনের সহযোগিতায় দুর্যোগ মোকাবেলায় করণীয় মহড়া প্রদর্শন করা হয়। মহড়া শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর ফায়ার ও সিভিল স্টেশন কর্মকর্তা মাহাতাব হোসেন মৃধা, রহনপুর ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি জুয়েল রানা প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, ডাসকো ফাউন্ডেশন এর কর্মকর্তা বৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।​


কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।