আশা শিক্ষা কর্মসূচির অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে আশা শিক্ষা কর্মসূচির আওতায় অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ে আশা শিক্ষা কর্মসূচি আওতায় অভিভাবক ও শিক্ষা কর্মসূচির শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৩ নং নাচোল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশা শিক্ষা কর্মসূচির চাঁপাইনবাবগঞ্জ জেলার ডি এম মেজবা উদ্দিন, আশা এডুকেশন অফিসার রাজশাহী সদর জেলার সারাবান তহুরা, চাঁপাইনবাবগঞ্জ জেলার আশা শিক্ষা কর্মসূচির নাচোল অঞ্চলের আশরাউল হক, আশা শিক্ষা কর্মসূচির মনিটর ও রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, আশা কর্মসূচির শিক্ষক ও রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইব্রাহীম মিঞা, বক্তারা বলেন ছেলে মেয়েদের সন্ধ্যাকালীন খোঁজখবর রাখার বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন। ছেলে মেয়েদের প্রথম শিক্ষাগুরু হচ্ছেন বাবা-মা তাদের সঠিক দিকনির্দেশনায় একজন শিশু বা কিশোর ছেলে মেয়ে ভালোভাবে গড়ে উঠতে পারে। এছাড়াও আশা শিক্ষা কর্মসূচির আওতায় যে সকল ছেলে মেয়ে লেখাপড়া করে তাদের লেখাপড়ার বিষয়ে সার্বিক খোঁজখবর রাখার জন্য অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ। এসময় কোরআন থেকে তেলাওয়াত করেন রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশা শিক্ষা কর্মসূচির নাচোল অফিসের সুপারভাইজার মিজানুর রহমান চৌধুরী।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।