মেসির হ্যাটট্রিক, বলিভিয়ার জালে ৬ গোল আর্জেন্টিনার

নিউজ ডেস্ক

লিওনেল মেসি কি ফুরিয়ে গেছেন? উত্তরটা যেন পেয়ে গেলেন মেসির সমালোচকরা। ৩৭ পেরোনো আর্জেন্টাইন অধিনায়ক এখনও কি দুর্দান্ত!

বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা জিতলো ৬-০ ব্যবধানে। মেসি করলেন হ্যাটট্রিক, সঙ্গে আবার দুই অ্যাসিস্ট। অর্থাৎ ৬ গোলের পাঁচটিতেই অবদান রাখলেন বিশ্বকাপজয়ী ফুটবল কিংবদন্তি।

ঘরের মাঠে মেসি খেলতে নেমেছিলেন প্রায় এক বছর পর। দিনের হিসেবে ৩৩৪ দিন। এর মধ্যে কদিন আগে চোটেও পড়েছিলেন। মাঠের ফুটবলে তা কি বোঝা গেলো? মেসিকে মনে হলো টগবগ করতে থাকা এক তরুণ।

বুয়েনস এইরেসের মনুমেন্তালে দাপুটে খেলা ম্যাচের দুই অর্ধে তিনটি করে গোল করে আর্জেন্টিনা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।