রাজবাড়ীতে দেশীয় অস্ত্রসহ আটক ৩

নিউজ ডেস্ক

রাজবাড়ীর গোয়ালন্দে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন, গোয়ালন্দের দৌলতদিয়া নিলু শেখের পাড়ার মো. মুনছের আলী শেখের ছেলে সিদ্দিকুর রহমান চিতাই (৩৭), দৌলতদিয়া সোহরাব মণ্ডলপাড়ার মৃত কুটি শেখের ছেলে মো. আজগর শেখ (৪০) ও উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার রব বেপারীর ছেলে মো. শরীফ বেপারী (৩৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র নিয়ে কিছু ব্যক্তি সংঘটিত হয়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় তাদের হেফাজত থেকে দুটি লোহার দা ও দুটি চাকু জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানার মামলা করে আদালতে সোপর্দ করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।