মোহনপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

শাহিনুর রহমান সোনা,রাজশাহী ব্যুরো

রাজশাহী মোহনপুর উপজেলায় 'নিরাপদ সড়ক চাই' এর আয়োজনে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকার সভাপতিত্বে ও প্রভাষক আমজাদ হোসেনের পরিচালনায় উপজেলা হলরুমে এই শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রশিক্ষক হিসাবে ছিলেন নিরাপদ সড়ক চাই এর মহাসচিব এসএম আজাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, শতফুল বাংলাদেশ নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা,শাপলা গ্রাম উন্নয়ন নির্বাহী পরিচালক মহসিন আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক জিএএম আব্দুল আওয়াল, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, অফিসার ইনচার্জ (তদন্ত) ওসি আছের আলী, ট্রাফিক সার্জেন্ট মাহাবুব হোসেন, জামায়াতে ইসলামী সেক্রেটারী আব্দুল গফুর মৃধা, ব্র্যাকসীড পরিবেশক রাশেদুল ইসলাম, উপজেলা নিরাপদ সড়ক চাই এর সভাপতি মিজানুর রহমান, ওসমান আলী, কেশরহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষিকা ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা, থানা পুলিশ, সাংবাদিক ও সূধীজন বৃন্দ।

বক্তব্যে প্রধান অতিথি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলবেন তাতে করে সড়ক দূর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো। সবাই মাথায় হেলমেট দিয়ে গাড়ি চালাবেন এবং আপনার সন্তানদের ড্রাইভিং না হওয়া পর্যন্ত গাড়ি তাদেরকে চালাতে দিবেন না।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।