শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে কারেন্ট ও রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার পদ্মা নদীর বোগলাউড়ি, সাহেবেরঘাট, মনোহরপুর, রামনাথপুর ও পাঁকা চরে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক।
তিনি জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল ও ১ হাজার মিটার রিং জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো নদীর তীরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তিনি আরো জানান, জব্দ করা জালের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।