শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ শীর্ষক প্রকল্পের আওতায় ১৫২ জন নারীর মাঝে প্রায় দেড় কোটি টাকার চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী কর্মীদের মাঝে তাদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন। উপজেলা প্রকৌশলী ছাবের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মাহমুদুর রহমান ও উপসহকারী প্রকৌশলী সরোজ আলী।
এদিকে উপকারভোগী নারীরা বলেন, আমরা এখন সমাজের অন্য মানুষের মতই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। ছেলেমেয়ের লেখাপড়ার জন্য খরচ করার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার জন্য সবজি চাষ, ছাগল পালন এবং খামারের কাজে ব্যবহার করবো। আমরা অনেক খুশি।