চাঁপাইনবাবগঞ্জে আাস্থা প্রকল্পের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি


 চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা যুব ফোরামের সদস্যদের তিন দিন ব্যাপী “সংবেদনশীল অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ে দক্ষতা বৃদ্ধি” প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও ব্যাগ বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আস্থা প্রকল্পের যুব ফোরামের সদস্যদের দক্ষতা বৃদ্ধি, যুব নীতি, সুশাসন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ডাঃ মাজহারুল ইসলাম তরু , অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ নাকিব হাসান তরফদার। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডেমক্রেসিওয়াচ এর , রাজশাহী ক্লাসটার কো-অর্ডিনেটর মহিউদ্দিন মইন, সাংবাদিক মোঃ জমশেদ আলী,। এ সময় আরও উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের জেলা সম্মন্বয়ক রেজাউল করিম, সিনিয়র ফিল্ড অফিসার আরিফা খাতুন সহ গোমস্তাপুর উপজেলা হতে আগত ৩০ জন প্রশিক্ষার্থী।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।