চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
দক্ষিন কোরিয়ায় অবস্থানরত চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল প্রবাসীদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ কমিউনিটি কমিটি গঠন করা হয়েছে।
রবিবাব (২৭ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এ বোম্বে গ্রিল হোটেল এন্ড রেস্টুরেন্টে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এই ৬ সদস্য বিশিষ্ট কমিটির ২ বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি আগামী এক মাসের মধ্যে গঠিত হবে বলে জানিয়েছে নবনির্বাচিত কমিটি।
নব নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সোহেল রানা এবং সাধারণ সম্পাদক মোঃ মুনিরুল ইসলাম রুবেল, সহ সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসার, কোষাধক্ষ মোঃ আব্দুল হালিম, দপ্তর সম্পাদক এস কে সালেক ও প্রচার সম্পাদক মোঃ মিনাউর রহমান।
দক্ষিণ কোরিয়ায় অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, একে অপরের প্রতি ভ্রাতিত্ব বোধ, সহমর্মিতা তৈরী সহ সাংস্কৃতিক উৎসব এবং সকলকে একে ওপরের পাশে থেকে কাজ করা ইত্যাদি এই কমিটির মূলনীতি বলে জানিয়েছেন নব নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুনিরুল ইসলাম রুবেল