বি এম রুবেল আহমেদ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে কৃষি অধিদপ্তরের ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
৩০ অক্টোবর বুধবার সকাল সাড়ে দশটার সময় "ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইদুর নিধনে সহযোগিতা চাই " স্লোগান কে সামনে রেখে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আখতারুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার রায় নায়েক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সবুজ আলী সহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, বিভিন্ন এলাকার কৃষকরা এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে ইঁদুর নিধনে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। আগামী ৯ নভেম্বর পর্যন্ত এই ইঁদুর নিধন অভিযান চলবে বলে জানান কৃষি উপজেলা কৃষি দপ্তর