গোমস্তাপুরে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত

গোমস্তাপুর প্রতিনিধি

" সমবায়ে গড়বো দেশ বৈষম্যহীন বাংলাদেশে "এই প্রতিপাদ্য  সামনে  রেখে। চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ অধিদপ্তরের আয়োজনে। ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার  সকাল দশটায় ০২ নভেম্বর (২০২৪) উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।এবং উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে  সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় অফিসার সুলতান আলম খান,সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্ত তানভীর আহমেদ সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার নূরুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসু ইসলাম,গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ,গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ ,আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক গন এবং তারা তাদের সমিতির উন্নয়নমূলক কাজ গুলো তুলে ধরে বক্তব্য দেন, এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।