বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলী আর নেই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশের বিশিষ্ট প্রসিদ্ধ চাল ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ এরফান আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রবিবার (৩ নভেম্বর) সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ১১টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, এরফান আলী দীর্ঘদিন থেকে ক্যান্সার ও নিউমনিয়ায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার আরো জানান, মরহুমের লাশ সিঙ্গাপুরে থাকায় তার জানাজার নামাযের সময় পরে জানানো হবে।

এরফান আলী করোনাকালীন (কোভিড-১৯) অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ,মাদ্রাসা,ইয়াতিমখানাসহ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৬ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক-ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

এরফান আলী মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।