৫২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈরে দুই মাদক ব্যবসায়ীকে ৫২ কেজি গাজাসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আটকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার বহেড়াতলী গ্রামের নজরুল ইসলামের ছেলে রবিন হোসেন (২৪)। একই জেলার ইসমাইল হোসেনের ছেলে মানিক মিয়া (৩২)। সোমবার রাতে উপজেলার বোয়ালী ইউনিয়নের সোনাতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রুবেল ও নজরুল দুই মাদক ব্যবসায়ী রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে পিকআপ যোগে গাজীপুর টঙ্গী ও কালিয়াকৈরের উদ্দেশ্য ছেড়ে আসে। সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের রঘুনাথপুর গাপচালা এলাকায় কফিল উদ্দিন এর বাড়িতে গাজা দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলালউদ্দিনের নেতৃত্বে এলাকাবাসী পিকআপসহ তাদেরকে আটক করে । এসময় এলাকাবাসী পিকআপে থাকা কয়েকটি কার্টুন নিচে নামিয়ে আনে। জনতার সামনে কার্টুনগুলো খোলে দেখা যায় গাঁজা ভর্তি।

মাদক ব্যবসায়ী স্বীকারোক্তিতে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া থেকে গাজীপুরের বিভিন্ন জায়গায় মাদক দিয়ে আসছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজাসহ দুই ব্যবসায়ী কে আটক করেনও একটি পিকাআপ জব্দ করেন।

মধ্যপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য আলাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে গ্রামবাসী ওই এলাকায় মাদক সেবন মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছিল। তারি ধারাবাহিকতায় সন্ধ্যায় জানতে পারছি ওই গ্রামের মাদক ব্যবসায়ী কফিল উদ্দিনের বাড়িতে একটি পিকআপ গাড়ি আসছে। পরে এলাকাবাসী ওই বাড়িতে গিয়ে পিকআপ ও গাঁজাসহ দুই ব্যবসায়ী হাতেনাতে ধরে পুলিশকে খবর দেয়া হয়।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল হোসেন জানান, খবর পেয়ে ৫২ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।