আতাহার যুগিডাং এ ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পিছিয়ে পড়া জনগোষ্ঠী আদিবাসীদের নিয়ে ফ্রি হেলথ ক্যাম্প করেছে এসআইএল ইন্টারন্যাশনাল চাঁপাইনবাবগঞ্জ শাখা।

মঙ্গলবার ৫-১১-২০২৪ ইং তারিখ এ চাঁপাইনবাবগঞ্জ জেলার আতাহার যুগিডাং এ এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকালে এই ক্যাম্প উদ্বোধন কালে এসআইএল ইন্টারন্যাশনাল চাঁপাইনবাবগঞ্জ শাখার এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু বলেন আদিবাসীরা আধুনিক চিকিৎসা থেকে বঞ্চিত, তারা আধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্বন্ধে অবগত না। সাধারণত তারা অসুখ-বিসুখ হলে কবিরাজের কাছে গিয়ে চিকিৎসা সেবা নেন। এই ক্যাম্পের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আদিবাসীরা আধুনিক চিকিৎসা সেবা ফ্রিতে গ্রহণ করতে পারছেন এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার সুফল প্রত্যক্ষ দেখতে পাচ্ছেন।

এই হেলপ ক্যাম্প পরিচালনা করেন সূর্যের হাসি ক্লিনিকের চাঁপাইনবাবগঞ্জ শাখার ম্যানেজার মোসাঃ শামীমা খাতুন। চিকিৎসা সেবা প্রদান করেন সূর্যের হাসি ক্লিনিক এর মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া সারমিন লুবনা,এমবিবিএস ডি এম ইউ (আল্ট্রা) । ডাক্তারের সহযোগিতায় ছিলেন প্যারামেডিক মুক্তি রানী।

প্রায় ১০০ জন এর অধিক আদিবাসী বিভিন্ন ধরনের অসুখের ফ্রি চিকিৎসা সেবা নিয়েছেন এই ক্যাম্পে। এই ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধায়ন করেন এসআইএল ইন্টারন্যাশনাল চাঁপাইনবাবগঞ্জ শাখার এরিয়া সুপারভাইজার ইস্রায়েল হাসদা। ফ্রি চিকিৎসা পেয়ে সবাই আনন্দিত। এই ক্যাম্পে রোগীদের ব্যাবস্থা পত্র ও নাস্তা হিসেবে বিস্কুট প্রদান করা হয়

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।