এরফান গ্রুপের চেয়ারম্যান এরফান আলী’র দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি ও এরফান গ্রুপের চেয়ারম্যান এরফান আলী’র প্রথম নামাজে জানাযা আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরের তার বাসভবনের পিছনে চালমিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এসময় মুসল্লিদের উদ্যোশ্যে বক্তব্য রাখেন, তার সন্তান এরফান গ্রুপের ডিএমডি মোঃ মাহবুব হোসেন। তার জানাযায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, জেলা মিল মালিক ও আতব, ধান, চাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মশিউল করিম বাবু, এ্যাডভোকেট আব্দুল ওদুদ, ব্যবসায়ী তৌহিদুর রহমান, বিটিভি’র জেলা প্রতিনিধি এমরান ফারুক মাসুম, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা আশরাফ‚ল আলম সিদ্দিকী কাজল, ভোরের ডাকের জেলা প্রতিনিধি কামাল সুকরানাসহ এলাকার শুভাকাংখি ও হাজার হাজার মুসল্লীরা অংশ নেন।

এরপর দ্বিতীয় নামাজে জানাযা বেলা ১১টায় আতাহারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন এরফান গ্রুপের মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।

তৃতীয় নামাজে জানাযা দুপুর ২টায় তার জন্মস্থান নামোশংকরবাটি আব্দুল আজিজ গোরস্থান (ভাদু পন্ডিতের স্কুল) মাঠে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি। তার দু’টি জানাযায় বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ মুসল্লীরা অংশ নেন।

উল্লেখ্য, রোববার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ১১টা ২০ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। তার মরদেহ সিঙ্গাপুর থেকে সোমবার রাতে ঢাকায় আসে এবং আজ মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছায়। এরফান গ্রুপের উৎপাদন, সেবা ও বাণিজ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। শুরু থেকেই প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের উন্নত সেবা দিয়ে আসছে। এ পর্যন্ত প্রায় ৭ হাজার লোকের কর্মসংস্থার সৃষ্টির মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে এ শিল্প গ্রুপটি। দেশের গন্ডি পেরিয়ে এরফান গ্রুপের চাল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেনসহ বিভিন্ন দেশে রফতানি হচ্ছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।