চাঁপাইনবাবগঞ্জের চাঁদপুরে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাঁদপুরে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

মৃত শিশুটি উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর গ্রামের আব্দুল করিমের ছেলে মারুফ হোসেন (১২)। সে ভোলামারী সংকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।

মৃত মিশুটির পিতা আব্দুল করিম জানান, শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে বাড়ির পাশের আমবাগানে একটি আমগাছের আগায় উঠে তার বড় ছেলে মারুফ শুকনো ডাল ভাঙ্গার সময় গাছের উপর দিয়ে পল্লীবিদ্যুতের টানা সঞ্চালন লাইনে বিদ্যুতাড়িত হয়ে গাছেই আটকে যায়।পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আরমান হোসেন এর সত্যতা নিশ্চিত করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।​


কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।