উইন্ডিজের টি-টোয়েন্টি দলে ফিরলেন রাসেল-পুরান

নিউজ ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ক্রিকেট মানেই আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরানদের খেলা। তাদেরকে ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ, সেটা তো হয় না। ওয়ানডে সিরিজে না থাকলেও সময়মতোই দলে ডাক পেয়ে গেলেন রাসেল-পুরানরা।

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে ফিরেছেন রাসেল, পুরান, হেটমায়ার ও আকিল হোসেইন।

প্রথম দুই টি-টোয়েন্টি যথাক্রমে আজ শনিবার ও আগামীকাল রোববার বার্বাডোজে।

ব্যক্তিগত কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি মিস করেছিলেন এই ৪ ক্রিকেটার। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ডাক পান হেটমায়ার।

ইংলিশদের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন অ্যালিক অ্যাথানেজে, আন্দ্রে ফ্লেচার, ফ্যাবিয়ান অ্যালেন ও শামার স্প্রিঙ্গার। অভিষেকের অপেক্ষায় আছেন টেরেন্স হিন্দস।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে অধিনায়ক শাই হোপের ওপর ক্ষুব্ধ হয়ে মাঠ থেকে চলে যাওয়ার কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হওয়া পেসার আলজারি জোসেফের বদলি হিসেবে দলে আছেন ম্যাথিউ ফোর্ড।

ইংল্যান্ড বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:

রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, টেরেন্স হিন্দস, শাই হোপ, আকিল হোসেইন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।