খালি পকেটে বের হয়ে পকেটভর্তি টাকা নিয়ে বাসায় ফিরতো পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পুলিশের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, পুলিশ প্রশাসন এখনো মেরুদণ্ড সোজা করতে পারেনি। গত ১৫ বছরে সকালে খালি পকেটে বের হয়ে সন্ধ্যায় পকেট ভর্তি টাকা নিয়ে বাসায় আসতেন পুলিশ সদস্যরা। বিএনপির লোকজনকে মামলা দিয়ে চারশিট থেকে নাম কেটে দেওয়ার কথা বলে ৫০ হাজার থেকে এক লাখ টাকা নিয়েছেন তারা।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় জেলার আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিয়ম সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি নেতা হারুনুর রশীদ আরও বলেন, ‘আমাদের নেতাকর্মীরা নিরুপায় হয়ে গরু-চাগল-জমি বিক্রি করে পুলিশের চাহিদা পূরণ করেছে। তারপরও বাঁচার চেষ্টা করেছে। এটা বাস্তব সত্য।’

তিনি বলেন, ‘পুলিশের মতো এমন কাজ যেন আমাদের দলের কেউ না করে। আমাদের দলের মধ্যে এখনো বিশৃঙ্খলা আছে। বিগত ১৫ বছরে ঠিক করতে পরিনি। এসব বিশৃঙ্খলা দ্রুতই ঠিক করে নিতে হবে।’

দেশকে সঠিক পথে পরিচলনা করতে হলে রাজনীতিবিদদের ক্ষমতায় নিতে হবে বলেন জানান হারুনুর রশীদ। তিনি বলেন, আমরা যেভাবে দায়িত্ব নিয়ে আমাদের এলাকায় কাজ করতে পারবো, সে দায়িত্ব প্রশাসনের লোকজন পালন করতে পারবেন না। তাদের কাজ মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।