নিউজ ডেস্ক
ঢাকার সাভারের বিরুলিয়ায় মস্তকহীন ও দুই হাতের কবজি কাটা অবস্থায় আনুমানিক ২০-২২ বছর বয়সী অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের প্রায় ১৫০ গজ দূরে দুই হাত ও মাথা উদ্ধার করা হয়।
সোমবার (১১ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে ওই নারীর নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, রাতের দিকে মস্তকহীন মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় কাটা মাথা ও হাত উদ্ধার করে।
সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাতে ওই খণ্ডিত মরদেহের মস্তকহীন দেহ উদ্ধার করা হয়। মরদেহের কবজি থেকে হাত কাটা ছিল। পরে আশপাশে খোঁজাখুঁজি করে প্রায় ১৫০ গজ দূরে মাথা ও দুই হাতের অংশ উদ্ধার করা হয়। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।