চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২৫০ জন রোগী

মোঃ সোহেল রানা

 চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) চাঁপাই নবাবগঞ্জ জেলা শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজে এক দিনব্যাপি চক্ষু চিকিৎসা গ্রহণ করেন ২৫০ জন চক্ষু রোগী।

বিনামূল্যে চক্ষু শিবির এর উদ্বোধন করেন প্রধান অতিথি আদর্শ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রমজান আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামাল উদ্দিন।আলোচনা সভায় অতিথিরা বলেছেন, যারা টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারে না। চোখের অপারেশন ও চশমা কিনারও সামর্থ নেই মূলত তাদের জন্যই এই চক্ষু শিবির। ভবিষ্যতে ইকর'অ স্বেচ্ছাসেবী সংগঠনের পাশে থাকার আশ্বাস প্রদান দেন তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইকর'অ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ওবায়দুল হক। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ঠিকাদার শাহিনুল ইসলাম, সহ-সভাপতি শামসুল হুদা সনি, সাধারণ সম্পাদক খন্দকার হাসান ইমাম লিবন, সহ-সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক সোহেল রানা, ক্রিয়া সম্পাদক আসাদুজ্জামান সিহাব, মাশরাফি প্রমুখ।

জামান চক্ষু চিকিৎসা কেন্দ্র এর সহযোগিতায় ও ইকর'অ স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ দিন ২৫০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয় এবং তাদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রথমদিন রোগীদের চোখ পরীক্ষা করে প্রাথমিক সেবা দেয়া হয়। সেখান থেকে ছানি অপারশেনের জন্য রোগীদের বাছাই করা হয়।​


কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।