নিউজ ডেস্ক
সিলেটে অভিজাত মিষ্টান্ন প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান স্বাদ’র একটি শো-রুমে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে ৫ জন আহত হয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় দোকানের কর্মচারীসহ আহত হয়েছেন ৫ জন।
আহতরা হলেন-দোকানের কর্মচারী নুরুল আমিন ইমন (২০), ইসহাক আলী (৩৫), সাব্বির আহমদ (২২), আলা উদ্দিন (৩৫) ও আব্দুল হান্নান (৩০)।বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. জিয়াউল হক।
তিনি বলেন, দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিতু মিয়ার পয়েন্টে স্বাদের মূল শাখার কাছে পৃথক আরেকটি ছোট্ট দোকান রয়েছে। সেখানে শুধু স্বাদের মিষ্টিদ্রব্য বিক্রি করা হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিকট শব্দে সেই দোকানের ডিপ ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ ঘটে। এতে পার্শ্ববর্তী দুটি দোকানে আগুন লেগে যায় এবং চারজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে। তবে এর আগেই স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।