উত্তর প্রদেশে হাসপাতালে আগুন লেগে ১০ নবজাতকের মৃত্যু

নিউজ ডেস্ক

ভারতের উত্তর প্রদেশে ঝাঁসি জেলার একটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন লেগে ১০ নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) অবিনাশ কুমার জানিয়েছেন, মহারানি লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।