পোল্যান্ডকে হারিয়ে কোয়ার্টারে রোনালদোর পর্তুগাল

নিউজ ডেস্ক

উয়েফা নেশনস লিগে পোল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেছে পর্তুগাল। জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

শুক্রবার এস্তাদিও দো স্টেডিয়ামে গ্রুপ এ১ এর খেলায় পোল্যান্ডকে আতিথেয়তা দেয় পর্তুগাল। পিঠের ইনজুরির কারণে রোনালদোদের বিপক্ষে খেলতে পারেননি পোল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রবার্ট লেওয়ানডস্কি।

ম্যাচের সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে অচলাবস্থা ভাঙেন রাফায়েল লিও। এতে পর্তুগাল এগিয়ে যায় ১-০ ব্যবধানে। ৭২ মিনিটে পেনাল্টি থেকে রোনালদোর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর পোল্যান্ডের জ্যাকব কিউওর হ্যান্ডবল হলে পেনাল্টির সিদ্ধান্তর দেন রেফারি।

শেষ দিকে ৮ মিনিটের ব্যবধানে ৩ গোল করে পর্তুগাল। ৮০ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের গোলে ব্যবধান ৩-০ করে স্বাগতিকরা। ৮৩ মিনিটে নেটো পেদ্রোর গোল ও ৮৭ মিনিটে রোনালদোর চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে পোল্যান্ডের জাল কাঁপলে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় পর্তুগাল। নেশনস লিগের চলতি মৌসুমে ৫ ম্যাচে ৫ গোল করলেন রোনালদো।

৮৮ মিনিটে পোল্যান্ডের স্বান্তনার গোল করেন ডমিনিক ডমিনিক মার্কযুক। এতে ৫-১ ব্যবধানে জয় পায় পর্তুগাল।ম্যাচ শেষে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘আমরা যা করতে চেয়েছিলাম সে হিসেবে প্রথমার্ধ খুব খারাপ ছিল। আমরা মনোযোগ হারিয়ে ফেলেছিলাম এবং হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধ আমার দেখা সেরা ছিল। আমরা মানসিকতা পরিবর্তন করেছি এবং তীব্রতা ও পারস্পরিক সমর্থন বাড়িয়েছি। আমরা পোল্যান্ডকে খেলতে দেইনি।’

৫ ম্যাচে কোনো হার ছাড়াই ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রোয়েশিয়া। তিনে ও চারে থাকা পোল্যান্ড ও স্কটল্যান্ডের পয়েন্ট ৪ করে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।