মধুপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

নিউজ ডেস্ক

টাঙ্গাইলের মধুপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে ঘটনাস্থলে দু’জনসহ চারজন নিহত ও বেশ কয়েজন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মধুপুরের মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তবে তাদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মধুপুর থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বিনিময় বাস ছেড়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ গাড়ির দু’জন মারা যান।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রাসেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল স্বাভাবিক হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।