নিখোঁজের চারদিন পর পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের চার দিন পর বাড়ির পাশের পুকুর থেকে নেপাল টপ্পো (৫) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের নিজ বাড়ির মন্দিরের পাশের পুকুর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

মৃত শিশুটি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা গ্রামের দুলাল টপ্পোর ছেলে।

জানা যায়, শিশু নেপাল ১৬ নভেম্বর নিজ বাড়ির পশ্চিম গলি থেকে হরিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার কোন খোঁজ না পেয়ে এদিন গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।