ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সজীব (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) মধ্যরাতের দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।

সজীবকে হাসপাতালে নিয়ে আসা মো. মোজাহিদ বলেন, রক্তাক্ত অবস্থায় তাকে টিএসসি এলাকায় দেখতে পাই। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সজীব স্টেডিয়াম এলাকায় মোবাইল মেরামতের কাজ করতেন। তার বাসা ডেমরা সারুলিয়ার শুকুরশী এলাকায়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।