গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলিনগর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর শুক্রবার বিকেল ৩ টায় আলিনগর ঈদগাঁ ময়দানে আলিনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলাম বিদ্যুতের সভাপতিত্বে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
আলিনগর ইউনিয়ন বিএনপি'র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব এ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপি'র আহবায়ক এনায়েত করিম তৌকি, ভোলাহাট উপজেলা বিএনপি'র আহ্বায়ক ও ভোলাহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইয়াজদানি জজ, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও রহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সৌরভ, উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক গনি হামিদ চৌধুরী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন আলিনগর ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব মাহমুদুর রহমান অপু।
এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল্লাহ আল রাইহান, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব রফিকুল ইসলাম রানা, বাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিব ফজলুর রহমান প্রমুখ।