সিটিজেএ'র কার্যনির্বাহী কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

টেলিভিশন সাংবাদিকদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিটিজেএ) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নিউজ টুয়েন্টিফোর টিভির প্রতিনিধি রফিকুল আলম। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাগরিক টিভির প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী।

এ ছাড়া সহ-সভাপতি পদে এসএ টিভির প্রতিনিধি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গ্লোবাল টিভির প্রতিনিধি ফারুক হোসেন, অর্থ সম্পাদক পদে দেশ টিভির প্রতিনিধি তারেক রহমান, সাংগঠনিক সম্পাদক পদে ডিবিসি নিউজের প্রতিনিধি জহুরুল ইসলাম ও দপ্তর সম্পাদক পদে সময় টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। রোববার রাত ১০টার দিকে শহরের একটি রেষ্টুরেন্টে সিটিজেএ'র কার্যনির্বাহী কমিটির ভোটগ্রহণ করা হয়। এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৮ জন। এর মধ্যে ১৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সিটিজেএর নতুন নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, দৈনিক চাঁপাই চিত্রের সম্পাদক মো. কামাল উদ্দিন, চেম্বারের সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ওবায়েদ পাঠান, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ। এছাড়াও সিটিজেএ'র নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।