শিবগঞ্জে ব্রি ধান ৯৫ শস্য কর্তনের উদ্বোধন

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্রি ধান ৯৫ শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার মোবারকপুর ইউনিয়নের লাহাপুরে কৃষক আবদুল খালেকের জমিতে এই শস্য কর্তনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, ভেটেরিনারি সার্জন ডা. আবু ফেরদৌস ও একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমসহ স্থানীয় সরকারি কর্মকর্তারা।

কৃষক আবদুল খালেকের জমিতে বিঘা প্রতি ২৭ মন ধান মারায় করা হবে

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।