স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক

ইতালিপ্রবাসী স্বামীর ওপর অভিমান করে আত্মহত্যা করেছেন মোছা. সুমাইয়া আক্তার (২০)। যাত্রাবাড়ীর সায়েদাবাদে একটি বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মা শাহীনুর বেগম জানান, এক বছর আগে ইতালিপ্রবাসী মো. শরীফ নামে এক ছেলের সঙ্গে মোবাইলে আমার মেয়ের সম্পর্ক হয়। পরে পারিবারিকভাবে মোবাইলে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে মেয়েকে তার স্বামী দেশের বাড়িতে মায়ের কাছে থাকতে বলে। কিন্তু মেয়ে তাতে রাজি হয়নি কারণ শ্বশুরবাড়ির লোকজন এখনো আনুষ্ঠানিভাবে কোনো কিছু করেনি।

তিনি বলেন, এসব বিষয় নিয়ে সন্ধ্যার দিকে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয়। ঝগড়ার কিছুক্ষণ পরে মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুমাইয়া ঢাকা মহিলা কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেকহাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।