১১ বারের মতো চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি হলেন আব্দুল ওয়াহেদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বিবার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ নভেম্বর সাধারণ ও সহযোগী সদস্য পদে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের পর মঙ্গলবার সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার দুপুরে চেম্বার ভবনের তৃতীয় তলায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহা. সোলায়মান বিশু। ঘোষিত ফলাফলে তিনি জানান, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে মো. আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহসভাপতি পদে মো. খাইরুল ইসলাম ও সহসভাপতি পদে মো. আখতারুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়া যারা পরিচালক হয়েছেন, তারা হলেন- মো. মফিজ উদ্দিন, মো. আব্দুল আওয়াল, সৈবুর রহমান, মো. দেলোয়ার হোসেন, মো. নূর আমিন, মো. আরিফ উদ্দিন ইতি, মো. নাজিবুর রহমান, মো. আব্দুল বারেক, মো. মনিরুল ইসলাম, মো. রাইহানুল ইসলাম লুনা, মো. শুকুরুদ্দীন, মো. বাহরাম আলী, মো. উজায়ের হোসেন, মো. মিলায়েতুল কোরাইশী, মো. শহিদুল ইসলাম।

বিভিন্ন ট্রেড থেকে পরিচালক হয়েছেন ৪ জন। তারা হলেন- অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ বকুল, মো. একরামুল হক, মো. আমিনুল ইসলাম সেন্টু ও মো. মাহবুব আলম। এসময় নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য ও আপিল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বণিক সমিতি ১৯৮৬ সালে ‘দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ নামে বাণিজ্য মন্ত্রণালায়ের রেজিস্ট্রেশনভুক্ত হয়। শুরু থেকে এখন পর্যন্ত চেম্বারের নির্বাচনে ১১ বার সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়াহেদ। ১৯৯১ সালে তিনি প্রথমবার নির্বাচিত হন। এরপর টানা ৬ বার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা আরো ৩ বার এবং চলতি মেয়াদে আরো ১ বার তিনি সভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ মঙ্গলবার ২০২৪-২০২৬ মেয়াদে আবারো সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়াহেদ।

আগামী ২৩ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করবে। ফলাফল ঘোষণা অনুষ্ঠানে সভাপতি আব্দুল ওয়াহেদ তার প্রতিক্রিয়ায় জানান, আমনুরায় কৃষি ইপিজেড করে চাঁপাইনবাবগঞ্জের কৃষির উন্নয়নের পাশাপাশি ভারত, নেপাল ও ভুটান থেকে রেলপথে পণ্য এনে দেশের অগ্রগতিে ভূমিকা রাখার জন্য সরকারের সঙ্গে আলোচনা চলছে। এটা হলে চাঁপাইনবাবগঞ্জের বহু মানুষের কর্মসংস্থান হবে। তাছাড়া সোনামসজিদ বন্দর দিয়ে বন্ধ থাকা ফল আমদানি আবার নতুন করে শুরু করার চেষ্টা চলছে। শুধু ফল নয়, সকল পণ্য আমদানি-রপ্তানিরও চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।