নাচোলে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ সভা

নাচোল প্রতিনিধি

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

নাচোল উপজেলা প্রশাসন এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।

স্মরণ সভায় বক্তব্য দেন- নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নেজামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর আলিম মাদ্রাসর অধ্যক্ষ মাহাবুবুর রহমান, নাচোল সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, নাচোল খ.ম. সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাংবাদিক একেএম জিলানী ও আবুল হোসেন।

স্মরণসভায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইমাম, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতেই নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে স্মরণসভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত মেহেদীর আব্বার হাতে নগদ অর্থ ও উপহারসামগ্রী তুলে দেয়া হয়।

উল্লেখ্য, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকার মিরপুরে আহত হন নাচোল উপজেলার শিংরইল গ্রামের আ. কুদ্দুসের ছেলে মেহেদী হাসান। তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন। মেহেদী ঢাকায় লেখাপড়া করেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।