মজা করে আইপিএলে নাম দিয়েছিলেন, দল পেয়ে অবাক কিউই ব্যাটার

নিউজ ডেস্ক

জাতীয় দলের হয়ে এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি বেভন জ্যাকবস। ঘরোয়া ক্রিকেটেও আহামরি কিছু করতে পারেননি। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে যখন নাম দিয়েছিলেন তখন দল পাওয়ার কোনো আশাই ছিল না তার। নেহাতই শখের বশে নাম দিয়েছিলেন এই কিউই ক্রিকেটার।

সেই জ্যাকবসকেই মেগা নিলাম থেকে তার ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলে দল পাবার সম্ভাবনা নেই ভেবে নিলাম দেখেননি জ্যাকবস। পরে যখন তাকে জানানো হয়, তখন তিনি ভেবেছিলেন তার সঙ্গে রসিকতা করছে সবাই।

জ্যাকবস রয়টার্সকে বলেছেন, ‘এটা কিছুটা হলেও বিস্ময়। আমি সকালে ফোনের অবিরাম শব্দে জেগে উঠি। এটা আনন্দময় এক বিস্ময়। আমি খুব বেশি কিছু চাইনি, কিন্তু এই সুযোগ পেয়ে কৃতজ্ঞ...আমি ঘুমাতে চলে গিয়েছিলাম। কারণ, নিলাম ভোর পর্যন্ত চলার কথা।’

বেভন জ্যাকবসের জন্ম দক্ষিণ আফ্রিকায়। শৈশবেই তিনি পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে পাড়ি জমিয়েছেন‘আমি ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠি। এর মধ্যে পরিবারের সদস্যদের বার্তায় ফোন ভরে গিয়েছিল। তারা বিদেশে ছিল বলে সরাসরি সম্প্রচার দেখতে পেরেছিল। আমি মনে করেছিলাম, তারা আমার সঙ্গে মজা করছে।’

২২ বছর বয়সী এই কিউই ব্যাটারের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় ২০২৩ সালে। এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ১৩৪ রান করেছেন তিনি। তার সর্বোচ্চ ইনিংসটি ৪২ রানের। তবে তার ব্যাটিং গড় ৩৩.৫০ এবং স্ট্রাইক রেট ১৮৮.৭৩।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।