বিজিবি'র লেফটেন্যান্ট কর্নেলর সাথে চেম্বারের নবনির্মিত পরিচালনা পরিষদের সাক্ষাৎকার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন চেম্বারের নবনির্মিত পরিচালনা পরিষদ। বৃহস্পতিবার সকাল ১১ টায় গোবরাতলায় মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি সদরদপ্তরে এই সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র নবনির্বাচিত সভাপতি আব্দুল ওয়াহেদ, রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি'র সহকারী পরিচালক বেলাল হোসেন, উপ-অধিনায়ক মেজর ইমরুল কায়েস, চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম রিমন, পরিচালক আব্দুল বারেক, একরামুল হক, সৈবুর রহমান, নজিবুর রহমান, নূর আমিন, মনিরুল ইসলাম, বাহরাম আলী, এম কুরাইশী মিল্লুসহ প্রমুখ।

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দ্রুত ফলসহ সকল সাময়িক বন্ধ থাকা পণ্য আমদানি করার সহযোগিতা চান ব্যবসায়ীরা। বেনাপল, ভোমরা ও হিলি স্থলবন্দর দিয়ে যেসকল পণ্য আমদানি হয় সেগুলোও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানির আলোচনা হয়। এছাড়াও স্থলবন্দরে সকল সমস্যার আশ্বাস ব্যক্ত করেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

এসময় চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, বেনাপোল ও ভোমরা দিয়ে যেসব পণ্য আমদানি হয়ে থাকে সেসব সকল পণ্য সোনামসজিদ নিয়ে আমদানি করার ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে অবশ্যই আমরা যাত্রা রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, মেম্বার কাস্টম, কাস্টম কমিশনার রাজশাহী ও বিজিবি'র হস্তক্ষেপ কামনা করছি

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।