চাঁপাইনবাবগঞ্জে গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহিদ সাটু হল অডিটোরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।

স্মরণসভায় আরো বক্তব্য দেন- পুলিশ সুপার রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক দেবেন্দ্রেনাথ উঁরাও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাহিম।

পরে জেলা পরিষদের পক্ষ থেকে ঢাকায় আন্দোলনে নিহত হওয়া চাঁপাইনবাবগঞ্জের দুইজনের পরিবারকে এক লাখ টাকা ও আহত ১১ শিক্ষার্থীকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। শেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদদের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল মসজিদের খতিব মোক্তার হোসেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।