শিবগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুমসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তারসহ গ্রাম কমিটির সভাপতি, সাংবাদিক, ফিল্ড সুপারভাইজার, ইউনিয়ন সমাজকর্মী, কারিগর প্রশিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা। প্রশিক্ষণে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।