চাঁপাইনবাবগঞ্জে সিপিবির জাতীয় পতাকা মিছিল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি দেশব্যাপী জাতীয় পতাকা মিছিল কর্মসূচি পালন করছে। গতকাল রবিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পতাকা মিছিল করেছে জেলা সিপিবি।

বিকেল সাড়ে ৩টায় সিপিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জাতীয় পতাকা মিছিলটি ফুড অফিস মোড় থেকে বেরিয়ে নিউমার্কেট হয়ে গাবতলা দিয়ে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেনÑ মহান মুক্তিযুদ্ধে ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড হুমায়ূন কবির ও কেন্দ্রীয় সংগঠক কমরেড আবু হাসিব। সমাবেশ সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড কামাল উদ্দিন।

বক্তারা বলেনÑ এই কর্মসূচি পালনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দর্শন সাধারণ মানুষের কাছে তুলে ধরা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।