চাঁপাইনবাবগঞ্জে ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন’ দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম। স্বাগত বক্তব্য রাখেন চেতনা মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জাফরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএসডিএফ এনজিও’র নির্বাহী পরিচালক মঞ্জুরুল ইসলাম বাবু ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির নবাগত পরিচালক মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বনির্ভর আর্থ সামাজিক উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মো. আব্দুর রহিম। এর আগে একটি র‌্যালি বের করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।