২৮ ডিসেম্বর শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির নির্বাচন

শিবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন’২৪ (২০২৫-২০২৭খ্রি.)-র তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর শনিবার বিরতিহীনভাবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।

গত ২২ নভেম্বর নির্বাচনী বিজ্ঞপ্তির মাধ্যমে তফসিল ঘোষনা করা হয়।

ঘোষিত তফসিলে আগামী ২৮ নভেম্বর হতে ০২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সরবরাহ, ০৩ ডিসেম্বর হতে ০৫ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ০৭ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ, ০৯ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে রিভিউ দরখাস্ত দাখিল, ১০ ডিসেম্বর আপিল শুনানি ও সিদ্ধান্ত প্রদান, ১১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ, ১২ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ এবং ২৮ ডিসেম্বর শনিবার ভোট গ্রহণ ও নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মো. শাহিনুর রহমান (শাহিন)।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।