গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

গোমস্তাপুর প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেল প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।এসময় জাতীয় দিবস দুটি পালনে বিভিন্ন কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোস্তফা কামাল, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদসহ অন্য বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ওই দিন বিজয় মেলার আয়োজন করা হবে বলে জানিয়েছেন ইউএনও নিশাত আনজুম অনন্যা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।