শিবগঞ্জে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

শিবগঞ্জ প্রতিনিধি

"অর্ন্তভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকাশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ" এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় আয়োজিত উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিবগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান। সহকারী শিক্ষক মাহমুদা নাসরিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও সিনিয়র সাংবাদিক আহসান হাবিবসহ অন্যরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমানসহ সরকারি কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা।

শেষে প্রতিবন্ধীদের মাঝে একটি ট্রাই সাইকেল ও দুটি হুইল চেয়ার বিতরণ করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।