ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন ক্যাপের দাম ৩ কোটি ১২ লাখ টাকা!

নিউজ ডেস্ক

সর্বকালের সেরা ব্যাটারদের তালিকা করতে হলে তার নামটা সর্বাগ্রে থাকবে। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৯৯.৯৪ গড়ে ব্যাট করা ডন ব্র্যাডম্যান অতুলনীয়। এবার এই মহারথীর ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে উঠছে।

জানা যায়, ১৯৪৭ সালে যে ব্যাগি গ্রিন ক্যাপ মাথায় চাপিয়েছিলেন ব্র্যাডম্যান, নিলামে তার দাম ছাড়িয়ে যেতে পারে ২ লাখ ৬০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ১১ লাখ ৭২ হাজার টাকার বেশি। ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে হোম সিরিজে এই টুপিতে খেলেছিলেন ডন ব্র্যাডম্যান।

আগামী মঙ্গলবার সিডনিতে এই নিলাম হওেয়ার কথা রয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে এখন ভারতের বিপক্ষে চলছে স্বাগতিকদের টেস্ট সিরিজ। কাকতালীয়ভাবে ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষেই এই ব্যাগি গ্রিন ক্যাপ পড়ে খেলেছিলেন ব্র্যাডম্যান। স্বাধীন হওয়ার পর সেটিই ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর।

ব্র্যাডম্যানের ক্যাপটি নিলামে নিয়ে এসেছে ‘বোনহ্যামস’ সংস্থা।

প্রসঙ্গত, ভারতের বিপক্ষে সেই সিরিজে ছয় ইনিংসে ব্র্যাডম্যান ৭১৫ রান করেছিলেন। গড় ছিল ১৭৮ দশমিক ৭৫। এর মধ্যে তিনটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরিরও দেখা পেয়েছিলেন এই কিংবদন্তি ব্যাটার।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।