চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যটালিয়নের ৯ম প্রতিষ্ঠা বর্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্যটালিয়ন ৫৯ বিজিবি’র ৯ম প্রতিষ্ঠা বর্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার দুপুরে গোবরাতলা এলাকায় ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল ইমরান, মহানন্দা ব্যাটালিনের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া, ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনির-উজ্জামান, জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তরা।

পরে প্রীতিভোজ অনুষ্ঠানে অংশ নেন অতিথিবৃন্দ

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।