সালমান বিবেকের বিরোধ ফের প্রকাশ্যে

নিউজ ডেস্ক

আবারও প্রকাশ্যে এলো বলিউড অভিনেতা সালমান খান ও বিবেক ওবেরয়ের বিরোধ। সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে কেন্দ্র করে এ দুই অভিনেতার মধ্যে বিরোধ দুই দশকেরও বেশি সময় আগে থেকে।

এক সময় সালমান খানের সঙ্গে সম্পর্কে ছিলেন ঐশ্বরিয়া। কিন্তু সালমানের অতিরিক্ত খবরদারি ও গায়ে হাত তোলার অভিযোগ করে সম্পর্ক থেকে সরে যান ঐশ্বরিয়া। পরে বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। নিজের সঙ্গে বিচ্ছেদ ও বিবেকের সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারেননি সালমান। তাই বিবেকের ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ান বলেও বলিউডে বহুল প্রচলিত আছে। সেই থেকে বিবেক ও সালমানের মধ্যে বিরোধ। যদিও যাকে নিয়ে বিরোধ, সেই ঐশ্বরিয়া সালমান কিংবা বিবেক, কারোই হননি।

অভিষেক বচ্চনের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসে সংসার চালিয়ে যাচ্ছেন। কিন্তু বিবেক-সালমানের দ্বন্দ্ব মেটেনি আর। সম্প্রতি সেই বিরোধ আবারও প্রকাশ্যে এলো। প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী কবিতা কৌশিক। গত সপ্তাহেই বিবেক একটি বিলাসবহুল রোলস রয়েস কুলিয়ান ব্ল্যাক ব্যাজ গাড়ি কিনেছেন।

সে খবরের মাঝেই সালমানের প্রসঙ্গ টেনে নিয়ে এসেছেন কবিতা। ‘দাদাগিরি, গুন্ডামি’ বলে খোঁচা দিয়েছেন সালমান খানকে। পাশাপাশি করেছেন বিবেকের প্রশংসা। তিনি বিবেকের ট্রল করা একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘একজন বড় মাপের অভিনেতা, নিজের ভালোবাসার মানুষের জন্য রুখে দাঁড়িয়েছিলেন।

সবচেয়ে বড় কথা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন তিনি সত্যের হয়ে। তবে আমাদের দেশের (ভারত) মানুষ দাদাগিরি, গুন্ডামি, রোস্টিং এগুলো দেখতে বেশি পছন্দ করেন।’ সঙ্গে সঙ্গেই এ পোস্ট নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। মূলত অভিনেত্রী এ পোস্টের মাধ্যমে আসলে সালমানের কথাই বলেছেন। উল্লেখ্য, ২০২০ সালে ‘বিগ বস ১৪’-তে অংশ নিয়েছিলেন কবিতা। অন্য প্রতিযোগীদের সঙ্গে একাধিকবার বিতর্ক ও হাতাহাতির কারণে তাকে শো ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছিল। এজন্য তিনি সালমানকে দায়ী করেছিলেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।